প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১১:২২ পিএম |

জমি দখলে ব্যর্থ হয়ে এবার যশোর সদরের চুড়ামনকাটির শ্যামনগর গ্রামের নিরীহ ৫ ব্যক্তির চাঁদাবাজি মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় চেয়ারম্যানের শালিস অমান্য করে জোরপূর্বক জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে এই গঙের সদস্যরা। বর্তমানে দখলদারদের হুমকির কারণে চরম নিরাপত্তহীনতায় ভুগছে ৫ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার এমন অভিযোগ এনে চুড়ামনকাটি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন শ্যামনগর গ্রামের পল্লী চিকিৎস শহীদ হোসেন।
সম্মেলনে তিনি বলেন, শ্যামনগর গ্রামের ইবাদত গং ও আনোয়ার হোসেন গংয়ের মধ্যে সাজিয়ালী মৌজায় ৭৭৮ নং খতিয়ানের ৩৩৮ ও ৭৫৪ দাগের ১০ শতক জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। ইবাদত হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে সরেজমিন তদন্তপূর্বক শালিস করে মিমাংসা করে দেন চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান। ইবাদত গং শালিস মানলেও অমান্য করেন আনোয়ার গং। তারা ইবাদতসহ এলাকার ৫ নিরীহ ব্যক্তির নামে চাঁদাবাজি মামলা করেন। মামলাটি সুষ্টু তদন্তের জন্য বর্তমানে সিআইডি যশোর শাখাকে নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি লিখিত তিনি বক্তব্যে আরো বলেন, আনোয়ার হোসেন যশোর কোতয়ালী মডেল থানায় মিথ্যা চাঁদাবাজি মামলা করেন ৫ জনকে আসামি করে। মামলার আসামিরা হলেন মমিনুর রহমান, আয়নাল হোসেন, ইবাদত, শাহাদত, শহীদ ডাক্তার,
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ ডাক্তার। এ সময় উপস্থিত ছিলেন মামলার অপর আসামি মমিনুর রহমান, শাহাদত বিশ্বাস।