প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০:১৩ পিএম |

যশোর শহরতলির বালিয়া ভেকুটিয়া বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মনিরুল ইসলাম নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। মনিরুল বড় ভেকুটিয়া গ্রামের বাসিন্দা। আহত মনিরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনায় রুবেল হোসেন (২৬) নামে এক যুবককে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রুবেল বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা।
মনিরুলের মা রেখা বেগম জানিয়েছেন,রুবেলের সাথে তার ছেলের আগে থেকে পরিচয় ছিল। বৃহস্পতিবার সকালে তারা দু’জন বালিয়া ভেকুটিয়া বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। বেলা ১১টার দিকে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রুবেল তার ছেলে মনিরুলকে আঘাত করে। সে সময় মনিরুলের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামি রুবেল পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার অবনিত হলে চিকিৎসকের পরামর্শে মনিরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।