gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মানবাধিকারের নামে উরা কারা!
প্রকাশ : সোমবার, ২৭ মে , ২০২৪, ০৯:৪০:০০ এএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
:
GK_2024-05-26_66532368c2e3f.jpg

মানবাধিকার কমিশন নামে সরকারের এট্টা পোতিস্টান আচে। যাইগের কাজ হচ্চে কোনটোয় মানসির অধিকার কাইজে গেলি সিডা উদ্দার কইরে দিয়া। কিন্তুক দুক্কির কতা কি কবো, সরকারের এই পোতিষ্টানডার সুনাম খ্যায় কইরে দেচ্চে কিচু ভুয়ো পোতিষ্টান। তারাও নামের আগে পাছে মানবাধিকার লাগায় নেচে। সরকারের অজ্জিনাল মানবাধিকার কমিশন য্যানে লোকবলের অভাবে বহুত কিচু কত্তি পাচ্চে না, স্যানে ভুয়ো ঐ সব পোতিষ্টানের লোকজন মহানগর জিলা উপজিলাত্তে শুরু কইরে গিরাম গঞ্জো পন্তিক চইষে বেড়াচ্চে।
কোনটোয় কোন খবর কানে আসলি হয়। ব্যস তারা মাটে উইলে যাবে। সুট বুট পইরে মাঞ্জা মাইরে গলায় কাড ঝুলোয়ে দামি গাড়ি চইড়ে ফাস্ট কিলাস গেজেটেড টাউট আইসে ইরাম আঙাচ দেবে, লোকের থরোকম্প লাইগে যায়। আস্তের আস্তের বাইরোয় পড়ে ঝিনুকির খুলার মদ্দি মুক্তোর আসল চিহারা। ইরা ভুক্তভুগির সাতে আইসে কতা কইয়ে পটায় পুটোয় সব জাইনে নেয়। তারপর যারা খাইন বাদায়েচে তাইগের নাম ঠিকানা মুবাল নম্বর নিয়ে তাইগের সাতে হম্বিতম্বি কইরে লোক মারফত সেটেল কইরে ফেলে। তলশুড়া মুতলায় কেস ডিল হয়, টাকা হাতায় নিয়ার পরে আর তাইগের বাটি চালোক দিয়েও তলাশ পাওয়া যায় না।
এইডে তো গেল খাইন বানিজ্য। এর বাইরিও আচে কাড আর কমিটি বানিজ্য। গাটি জব্দ আর বুগদা টাইপির লোক ইরা তলাশ কইরে বেড়ায়। পেত্তমে সদস্য করার কতা কইয়ে গলার কাড আর ফিতে সমেত সদস্য পদ দিয়ার নাম কইরে এক ঝাড়া দেয়। সিডা হজমি হলি তারা লাগে কমিটি কমিটি খেলায়। ওয়াড ইউনিয়নতে শুরু কইরে উপজিলা, জিলা, বিভাগ আর কেন্দর নামে এইগের কমিটি আছে। কমিটিতি নাম ঢুকোতি মাল ছাড়া লাগে। কমিটি পাশ করাতিও মাল লাগে। পরে ইডা পাইয়ে যাওয়া মানে পাড়া মহল্লায়ও নালিশ শালিসীর লাইসেন বাইরোয় গেলো। এইবার কাজ হচ্চে চইরে খাইয়ে বেড়ানো। কোনটোয় খাইন বাদা মানে তাইগের ব্যবসায় চচ্চড় কইরে উন্নতি।
জানতি পাল্লাম এইগের বেশির ভাগের সরকারের খাতায় কোন নাম গন্দ নেই। দুই এট্টা আচে যাইগের এনজোর লাইসেনটুক আছে। বিনি পয়সায় সিবা দিয়ার নামে লাঙলের লাইসেন নিয়ে টিরাক্টার চালায়ে কামোয় কচ্চে মচ্চি মুলামে!
আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝