gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নিয়মডা কি কোনটোয় চালু হইয়েচে?
প্রকাশ : রবিবার, ২৬ মে , ২০২৪, ০৯:৪২:০০ এএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
:
GK_2024-05-25_6651bcd44d496.jpg

চলতি মাসের ১৫ তারিকি সরকার এট্টা সিদ্দান্ত জানায়ে চিটি দিল। সিডা হচ্চে সরকারি কম্মকত্তাগের মতো ইউনিয়ন পরিষদের চিয়ারমেন সাহেবগেরও সরকার নিদ্দারিত সুমায় মুতাবেক অফিস কত্তি হবে। স্তানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মুন্ত্রণালয়ের স্তানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখাত্তে গ্যালো ১৫ মে এ সংকিরান্ত পরিপত্তর জারি করা হইলো।
সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার মাসীর সই করা ঐ চিটিতি পস্ট কইরে কওয়া হইলো, স্তানীয় সরকার পোতিষ্ঠানগুলোর মদ্দি ইউনিয়ন পরিষদ গিরামিন জনগুষ্টির কোলের কাচে থাইকে হরকোলি সিবা দিয়ে আসছে। সরকারের লক্ক হচ্চে সিবা সহজ কইরে তা জনগনের দোরগুড়ায় পৌঁছোয় দিয়া। এই পরিপত্তর দিয়ার কারন হিসেবে কওয়া হয়েছে বিভিন্ন সুমায় দেকা যায় যে ইউনিয়ন পরিষদ চিয়ারমেন সাহেবরা নানান কারনে অপিসির বাইরি থাকেন। অনেকের পরিষদের বাইরি নিজির আলাদা অপিস আচে। তারা পরিষদে না যাইয়ে নিজির অপিস, বাড়ি বা য্যানে যকন বসেন তকন লোকজন তাইগের তলাশ কইরে বেড়ায় সিবা নিয়ার জন্যি। আবার অনেক চিয়ারমেন সাহেবরা পরিষদে আসেন নিজিগের ইচ্চেমত। কোনটোয় পরিষদের অপিস হয় রাত্তিরি। আবার অনেক সুমায় অনকে চিয়ারমেন সাহেবরা নিজিগের ব্যবসা বানিজ্য রাজনীতি নানান কারনে এলেকার বাইরি থাকেন। চিয়ারমেন বাইরি থাকলি সচিব নিজির যুইত মত কাজকম্ম করে, কোনটোয় অপিসির কাজকম্ম চলে ঢিমে তালে। তকন কাজের জন্যি যে পাবলিক আসে তাইগের সিবার জন্যি ডা ডা কইরে বেড়াতি হয়। এই সব কারনে সরকারের মহত উদ্দেশ্যে বান্দাল পইড়ে যাচ্চে। এই জন্যি সরকার সিদ্দান্ত দেচে জনগনের সিবা নিচ্চিত কত্তি সরকার বদ্দ পরিকর। তাই চিয়ারমেন সাহেবগের সরকারি অপিস সুমায়তি অপিস কত্তি হবে। একই সাথে নিদ্দেশ দিয়া হয়েছে কোন চিয়ারমেন যদি যথা সুমায়তি অপিস কত্তি না পারেন কিম্বা বাইরি কোনটোয় যায় তেবে স্ব স্ব উপজিলা নির্বাহী অপিসার প্রয়োজনে ডিসি সাহেবরে তা জানাতি হবে।
জনস্বাত্তে সরকারের দিয়া এই নিয়মডা কি কোনটোয় চলচে? নাকি শুদু চিটিতিই জালা জুড়োয় গেলো!
আলাম কনে, মলাম যে!
ইতি-
অভাগা আক্কেল চাচা

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝