gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কারাগারে বন্দী পাকিস্তানি আসামির মৃত্যু
প্রকাশ : শনিবার, ২৫ মে , ২০২৪, ১১:১১:০০ এএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
ঢাকা অফিস:
GK_2024-05-25_66517ec416da2.jpg

জেলখানায় বন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পাকিস্তানের নাগরিক জহিরদ্দিনের ছেলে আলেফজান (৬৫) মারা গেছেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শুক্রবার (২৪ মে) বিকেল ৫টায় তার মৃত্যু হয়। কারাগার পার্ট ২ এর সুপার আমিরুল ইসলাম বন্দি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জেল সুপার জানান, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে কয়েদি আসামি আলেফজান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরিভাবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পল্টন থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাকিস্তানি কয়েদি আলেফজান ২৫ বছর আগে ১৯৯৯ সালে এ কারাগারে এসেছিলেন। তিনি ২নং- সেসন মামলা নং-৬৮৪/০৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(খ) ও ১৯(এ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝