gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশ : সোমবার, ২০ মে , ২০২৪, ০১:৪৬:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
মেহেরপুর প্রতিনিধি:
GK_2024-05-20_664aff9e9ac02.jpg

মেহেরপুরের গাংনী উপজেলার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ৮টার দিকে গাংনী উপজেলার ঝোরপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গতকাল রোববার (১৯ মে) সন্ধ্যায় গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামকে গার্ড অব অনার দেওয়া হয়। গাংনী থানা পুলিশের একটি চৌকস দল জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজায় বীর মুক্তিযোদ্ধা হিসাব উদ্দীন, গোলাম মোস্তফাসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অংশ নেন।
তার ছেলে মো. আলাউদ্দিন বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে কিডনি ও প্রস্টেট রোগে আক্রান্ত ছিলেন। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিল। রোববার বিকেল ৩টার সময় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝