শিরোনাম |
যশোরে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন-এনপিও শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল বিষয়ক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণের সহযোগিতায় রয়েছে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি-নাসিব যশোর জেলা শাখা। রোববার সকালে প্রেসক্লাব যশোরে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান।
তিনি তার বক্তৃতায় বলেন, প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবে কাজে লাগিয়ে উদ্যোক্তাদের কজের মান বৃদ্ধি করে সরকারের প্রচেষ্টাকে সফল করার জন্য সহযোগিতা করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
নাসিব জেলা শাখার সভাপতি সাকির আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন কোর্স সমন্বয়কারী গবেষণা কর্মকর্তা রিপন সাহা, রিসোর্স পারসন গবেষণা কর্মকর্তা আকিবুল হক, পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী লিমন লাবু প্রমুখ। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৫০ জন পুরুষ ও ৪০ জন নারী।