প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৫:১৩ পিএম |

খুলনা সিটি নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন মেয়র-কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
বুধবার (৩১ মে) সকালে কর্মী-সমর্থকদের নিয়ে নগরীর ফেরিঘাট, গগনবাবু রোড, নতুন বাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই। এমপি থাকতে যেভাবে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, এখনো সেভাবেই যেতে হবে। ভোট যারা দিবে একবার হলেও আমি তাদের কাছে যায়, এটা সবাই প্রত্যাশা করে।
প্রচারণায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও। সকালে নগরীর কাস্টমসঘাট ও গগনবাবু এলাকায় প্রচারণা চালান জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম। তিনি বলেন, ভোটাররা এখন পর্যবেক্ষণ করছে, তারা কেন্দ্রে গিয়ে মার না খায়। এবং তারা নিরাপদে বাসায় আসতে পারবে কিনা। ভোটাররা এখন এটা চিন্তাভাবনা করছে।