gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গাজীপুরে বজ্রপাতে এক নারী নিহত
প্রকাশ : শনিবার, ১৮ মে , ২০২৪, ০৪:৫৯:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-05-18_6648846f96279.jpg

গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়িতে ধান শুকাতে এসে বজ্রপাতে ফাতেমা আক্তার (৪৫) নামের এক নারী নিহত হয়েছে। নিহত ফাতেমা কাউরাইদ ইউনিয়নের গলদাপাড়া এলাকার আবুল বাশারের মেয়ে। সে মো. নূর হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গলদাপাড়ায় স্বামীর বাড়ির পাশেই বাবার বাড়িতে ধান শুকানোর কাজ করছিলেন ফাতেমা। ঝড়-বৃষ্টি আসছে দেখে উঠান থেকে তিনি ধান উঠাতে যান। এ সময় বজ্রপাত হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানসেন চৌধুরী জানান, বজ্রপাতে ফাতেমার শরীরের বাম পাশ ঝলসে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝