gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোর সদর উপজেলা নির্বাচন

ভাইস চেয়ারম্যান পদে হবে সেয়ানে সেয়ানে লড়াই
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ১১:৩৫:০০ পিএম , আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর , ২০২৪, ১২:২৪:৫৮ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-05-15_6644ece2b272a.jpg

যশোর সদর উপজেলা নির্বাচন ইতিমধ্যেই জমে উঠেছে। বহুদিন পর ভোটের ইমেজ খুঁজে পাচ্ছেন সাধারণ মানুষ। বাড়ি বাড়ি, এমনকি বাজার-ঘাটেও দল বেধে নারী কর্মীরা ভোটের লিফলেট বিতরণ করছেন। ভোটের এই ‘কালচার’ বিগত বেশ কয়েকটি ভোটে চোখে পড়েনি বলে জানিয়েছেন কয়েকজন সাধারণ মানুষ। তারা বলছেন, চেয়ারম্যান প্রার্থীরা মাইক প্রচারণায় এগিয়ে থাকলেও বাড়ি বাড়ি লিফলেট বিতরণে এগিয়ে রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। আর এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হবে সেয়ানে সেয়ানে লড়াই। সেখানে প্রার্থীদের রাজনৈতিক পদ-পদবী এবং রাজপথে তাদের অতীত ভূমিকা নিয়েও আলোচনা করছে ভোটাররা।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন প্রার্থী। তাদের মধ্যে সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল, শেখ জাহিদুর রহমান লাবু বৈদ্যুতিক বাল্ব, শাহাজান কবির শিপলু চশমা, কামাল খান পর্বত তালা ও মনিরুজ্জামান নিরব উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।
এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তিনজন। তাদের মধ্যে জ্যোৎস্না আরা মিলি কলস, বাশিনুর নাহার ঝুমুর ফুটবল এবং শিল্পী খাতুন হাঁস প্রতীক পেয়েছেন।
উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল আবারও ভাইস চেয়ারম্যান পদেই নির্বাচন করছেন। তিনি বিগত দিনে উপজেলা আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ছিলেন। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের পরিচিত মুখ। অপরদিকে, শেখ জাহিদুর রহমান লাবু প্রখ্যাত আওয়ামী লীগ নেতা একাত্তরের শহীদ শেখ আবু তালেবের ছোট সন্তান। তার মাও ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তার বড় ভাই শেখ আতিকুর রহমান বাবু জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা। শেখ জাহিদুর রহমান লাবু জেলা যুবলীগের অন্যতম নেতা হিসেবে রাজনীতিতে সমাদৃত হলেও একজন শিক্ষানুরাগী এবং শিল্প উদ্যোক্তা হিসেবে সমধিক পরিচিত। জেলা ছাত্রলীগের দুর্দিনের সময়কার ত্যাগী এবং সংগ্রামীদের অন্যতম।
শাহাজান কবির শিপলু ছাত্রলীগ এবং যুবলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন সম্পৃক্ত থেকে যশোরবাসীর পরিচিত মুখে পরিণত হয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন রাজনীতি করে জেল-জুলুম-হুলিয়ার শিকার হলেও কখনো কোনো কিছু চাননি। এবার তিনি ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়ে যশোরবাসীর কাছে ভোট চাইছেন। অপরদিকে, কামাল খান পর্বতও দীর্ঘদিন ছাত্রলীগ এবং যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনিও এবার ভাইস চেয়ারম্যান পদে লড়াই করছেন। মনিরুজ্জামানও অনেকদিন ধরে যশোরে ছাত্রলীগের রাজনীতিতে পরিচিত মুখ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে তিনজন লড়ছেন তাদের মধ্যে জ্যোৎস্না আরা মিলি বর্তমানে ভাইস চেয়ারম্যান রয়েছেন। তিনি রাজপথে ছাত্রলীগের রাজনীতি করে রাজনৈতিক জীবন শুরু করেন। বর্তমানে তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। অপরদিকে, বাশিনুর নাহার ঝুমুর ও শিল্পী খাতুন মহিলা আওয়ামী লীগ নেত্রী হিসেবে সমধিক পরিচিত। রাজনীতিতে স্বীকৃতি হিসেবে তারা দু’জন এবার ভোটে দাঁড়িয়েছেন।
ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এই আট প্রার্থী এবার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তবে তাদের মধ্যে কে এগিয়ে এবং কে পিছিয়ে তা বলার সময় এখনো আসেনি বলে মন্তব্য করেছেন যশোরের ভোট বোদ্ধা রাজনীতি সচেতনমহল।
উল্লেখ্য, সারাদেশের উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে যশোর সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝