gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নির্বাচন কাল

৬১ প্রার্থীকে ভোট দেবেন ৮২৩৯ ভোটার
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ০৯:৪৫:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-05-15_6644d9259afd6.jpeg

যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিটি কলেজের মূল ভবনে দু’টি, পুরাতন ভবনের টিন শেডে চারটি, নতুন টিন শেডের দু’টি কক্ষে ২০০ বুথের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। ১৮ মে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলায় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে।
এবারের নির্বাচনে ইউনিয়নের নয়টি পোর্ট ফোলিও’র ১৭টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনের নয় হাজার ৬৮২ জন সদস্যের মধ্যে আট হাজার ২৩৯ জন সদস্যকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এরমধ্যে সভাপতি পদে তিনজন, সহসভাপতির তিনটি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, যুগ্ম সম্পাদক পদে দু’জন, সহসাধারণ সম্পাদকের দু’টি পদে সাতজন, সাংগঠনিক সম্পাদক পদে দু’জন, প্রচার সম্পাদক পদে পাঁচজন, কোষাধ্যক্ষ পদে তিনজন ও ছয়টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন।
নির্বাচন পরিচালনার জন্য ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী ৬ সদস্যর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান পদে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট এবং সদস্য সচিব পদে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ মো.ফিরোজ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝