gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে চাঞ্চল্যকর দু’টি হত্যা মামলার পাঁচ আসামি রিমান্ডে
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ০৯:৪৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-05-15_6644d88f57242.jpg

যশোরে চাঞ্চল্যকর দু’টি হত্যা মামলায় পাঁচজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন যশোর শহরের চোরমারা দীঘিরপাড় এলাকার কুদরত আলী, রেলগেট পশ্চিমপাড়ার দেলোয়ার হোসেন দেলু, চাঁচড়া রায়পাড়ার শফিকুল ইসলাম বাবু, সদর উপজেলার সানতলার অনিক ও নয়ন দাস।
মামলার বিবরণে জানা গেছে, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৮ মার্চ রাতে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি রাজার নেতৃত্বে খুন হন আরেক সন্ত্রাসী ৩২ মামলার আসামী রমজান আলী। এই ঘটনায় নিহতের মা রেখা খাতুন বাদী হয়ে পিচ্চি রাজাসহ দশজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও অনেকের নামে কোতোয়ালি থানায় মামলা করেন। আদালতে আত্মসমর্পণ করা এই মামলার আসামি কুদরত আলী, দেলোয়ার হোসেন দেলু ও বাবুসহ ছয়জনের পাঁচদিন করে রিমাণ্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই কামাল হোসেন। বুধবার শুনানি শেষে বিচারক তাদের প্রত্যেককে একদিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন।
অপরদিকে সদর উপজেলার সানতলায় গত ২৪ ফেব্রুয়ারি রাত ১টার দিকে চয়ন দাস নামে একজন যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এই ঘটনায় নিহত চয়নের পিতা নয়ন দাস বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত কর্মকর্তা আটক আসামি অনিক ও নয়ন দাসকে সাতদিনের রিমাণ্ডের আবেদন করেন আদালতে। শুনানি শেষে বিচারক তাদের একদিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝