gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর ফাঁসির আদেশ
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ০৮:৫৩:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
খুলনা ব্যুরো:
GK_2024-05-15_6644cccb32056.jpg

যৌতুকের দাবিতে স্ত্রী জোহরা খাতুনকে হত্যার দায়ে স্বামী নুরুন্নবী সেখের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় প্রকাশের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বুধবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ও ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক আব্দুস ছালাম খান এ রায় দেন।
আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১১ সালের ২৫ আগস্ট দিবাগত রাতে নগরীর খুলনা থানাধীন রূপসার বেলায়েত হোসেন সড়কের ভাড়া বাসায় আসামি নুরুন্নবী তার স্ত্রীকে যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হত্যা করেন এবং শিশু সন্তানসহ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান। পরে নিহতের ভাই সাদ্দাম হোসেন খুলনা থানায় নারী ও শিশু আইনের ১১ (ক) ধারা মোতাবেক মামলা করেন। খুলনা থানার মামলা নং ৪৫ তারিখ ২৭/৮/২০১১। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আসমানী খানম একই বছরের ১৫ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

 

 

 

 

 

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝