শিরোনাম |
টি-২০ অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব আল হাসান। এবার তার পাশে এসে বসেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বুধবার আইসিসির সবশেষ হালনাগাদে সাকিব ও হাসারাঙ্গা দু’জনেই রয়েছেন এক নম্বরে।
সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ দু’টি ম্যাচে খেলেছেন সাকিব। যেখানে বল হাতে পাঁচ উইকেট পেলেও ব্যাট হাতে ছন্দে ছিলেন না। দু’ইনিংস মিলে করেছেন মাত্র ২২ রান।
জিম্বাবুয়ে সিরিজ শেষে সাকিবের রেটিং পয়েন্ট ২৩১ থেকে কমে ২২৮ এ নেমে গেছে। সমান পয়েন্ট হাসারাঙ্গারও। তবে তিনে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির নামের পাশে যুক্ত হয়েছে ১০ পয়েন্ট। বাংলাদেশ সিরিজে ভালো খেলায় দুই ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ডানহাতি পেসার তাসকিন আহমেদ তিন ধাপ এগিয়ে উঠেছেন ২৩তম স্থানে। তার সতীর্থ মোস্তাফিজুর রহমানের পাঁচ ধাপ উন্নতি হয়েছে। বাংলাদেশের বাঁহাতি পেসার আছেন ২৫তম স্থানে।