gramerkagoj
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কোহলিকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন বাবর
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ০৫:৫৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-15_6644a27357a3b.jpg

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাট কোহলিকে ছাড়িয়ে পাকিস্তনের ক্রিকেটার বাবর আজম গড়েছেন রেকর্ড।। টি-২০ ফরম্যাটে ৫০ বা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলায় সবাইকে ছাড়িয়ে গেছেন বাবর। সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে ৩৯ বার ৫০ বা পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের দলপতি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে এই রেকর্ড গড়েন বাবর। তিনি ৪২ বলে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এতেই টি-২০’তে বিশ্বরেকর্ড গড়েন বাবর। আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের ফিফটি হাঁকিয়ে কোহলির রেকর্ডে ভাগ বসান বাবর। দ্বিতীয় রান না পেলেও তৃতীয় ম্যাচে এসেই কোহলিকে পেছনে ফেলে দেন তিনি।
টি-২০’তে বাবরের ফিফটি আছে ৩৬টি। এছাড়া তিনটি ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন তিনি। যে কারণে বাবরের ৫০ বা পঞ্চাশোর্ধ রানের ইনিংস হয়ে দাঁড়িয়েছে ৩৯টি। অপরদিকে কোহলির ফিফটি ৩৭টি। এর সঙ্গে একটি সেঞ্চুরি আছে ভারতীয় এই টপঅর্ডারের। সে হিসেবে কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংস আছে ৩৮টি। এই তালিকায় তৃতীয়স্থানে আছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝