gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
স্পিকারের নেতৃত্বে সুইজারল্যন্ড যাচ্ছেন সংসদীয় প্রতিনিধিদল
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে , ২০২৪, ০৮:৪২:০০ পিএম
ঢাকা অফিস:
GK_2024-05-14_66437a3493df9.jpg

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল মঙ্গলবার (১৪ মে) রাতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১৬ থেকে ১৮ মে অনুষ্ঠেয় ‘ফার্স্ট মিটিং অব দ্য প্রিপারেটরি কমিটি ফর দ্য সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার্স অব পার্লামেন্ট (২০২৫)’ শীর্ষক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে এ প্রতিনিধিদল যাচ্ছেন।
সম্মেলনে অংশগ্রহণের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ ও যুগ্মসচিব এনামুল হকও প্রতিনিধিদলের সঙ্গে সুইজারল্যান্ড যাচ্ছেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সফরে স্পিকার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সদর দপ্তরে ‘প্রিপারেটরি কমিটি ফর দ্য ফিফটিন্থ সামিট অব উইমেন স্পিকার্স অব পার্লামেন্ট’ শীর্ষক সভাতেও অংশগ্রহণ করবেন। সফর শেষে স্পিকার আগামী ২০ মে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝