gramerkagoj
সোমবার ● ২৪ মার্চ ২০২৫ ১০ চৈত্র ১৪৩১
gramerkagoj

❒ টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান সফরে যাবে আয়ারল্যান্ড
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে , ২০২৪, ০৭:১৩:০০ পিএম , আপডেট : রবিবার, ২৩ মার্চ , ২০২৫, ০৯:৫৬:০৮ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-14_664364ee2f58f.jpg

প্রথমবারের মতো পাকিস্তান সফরে যাবে আইরিশরা। আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরে পূণাঙ্গ সিরিজ খেলবে পুরুষ ক্রিকেট দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে দু’দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) অংশ হিসেবে এই সফর আয়ারল্যান্ডের
তবে ম্যাচগুলো কবে কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। দুই বোর্ডের আলোচনার মাধ্যমে পরে সূচি চূড়ান্ত করা হবে।
বর্তমানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আয়ারল্যান্ডে অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। এরই মধ্যে দু’টি ম্যাচ হয়ে গেছে। উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে।
এর আগে ২০২২ সালে পাকিস্তানে সিরিজ খেলতে এসেছিল আয়ারল্যান্ড নারী দল। সে সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ খেলেছিল আইরিশরা। তবে পুরুষ ক্রিকেটাররা এখনও পর্যন্ত সিরিজ খেলতে পাকিস্তানে আসেনি।

আরও খবর

🔝