gramerkagoj
সোমবার ● ২৭ মে ২০২৪ ১২ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
প্রসঙ্গ: কলেজে ভর্তি যুদ্ধ
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ০৯:০৭:০০ এ এম
:
GK_2024-05-14_664337dea2c41.jpg

এসএসসির ফল প্রকাশের পর এবার অভিভাবকদের শুরু করতে হচ্ছে ভর্তি যুদ্ধ। কলেজগুলোতে ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে অচিরেই। রোববার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ফল জিপিএ-৫ পেয়েছেন মোট এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সবার সামনে এখন ভালো কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন। কিন্তু আসন সংখ্যা সীমিত থাকায় ভালো কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবেন না বহু জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। আবার দেশের সব কলেজ তাদের নির্ধারিত সংখ্যক আসনের বিপরীতে শিক্ষার্থী পাবে না। কারণ, আসনের তুলনায় ভর্তিচ্ছু শিক্ষার্থী কম। সারা দেশে প্রায় সাড়ে ১১ হাজার কলেজে আসন আছে ৩৩ লাখের বেশি। এসএসসি পাস করা সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও প্রায় ১৬ লাখ আসন ফাঁকা থাকবে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, গত বছর জিপিএ-৫ পেয়ে কাঙ্ক্ষিত কলেজ পাননি সাড়ে আট হাজার শিক্ষার্থী। পরে তারা অন্যত্র ভর্তি হন। এবারও একই অবস্থা হবে। কারণ, রাজধানীসহ সারা দেশে আড়াইশর মতো কলেজে ভর্তির আগ্রহ থাকে বেশি। এই আড়াইশ কলেজের মধ্যে রাজধানীর ৩০ থেকে ৩৫টি কলেজে সবচেয়ে বেশি আবেদন পড়বে। এই কলেজগুলোতে সর্বসাকুল্যে আসন আছে ৩০ হাজারের মতো। এর মধ্যে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যালয় শাখা আছে। ফলে কলেজে ভর্তির ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের বিদ্যালয় শাখার শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। তাই বাইরের প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী এসব কলেজে ভর্তির সুযোগ পাবেন না।
এই ভর্তি যুদ্ধ, অভিভাবকদের এই বিড়ম্বনা চলছে বহুদিন ধরে। গতবছর, তার আগের বছরও ছিলো এই সংকট, এই সংশয়। এটা দূর করার উদ্যোগ কবে নেয়া হবে সেটাই প্রশ্ন। যেসব কলেজে মানের প্রশ্ন তুলে কেউ ভর্তি হতে চায় না, আসনগুলো শূণ্য থেকে যায়, সেই কলেজগুলোর মানোন্নয়ন ঘটালেই এই সমস্যা দূর করা সম্ভব।

আরও খবর

🔝