gramerkagoj
শনিবার ● ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম আবারও ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সারা দেশে পাঁচ দিন টানা বৃষ্টি, তারপর কমবে প্রবণতা শালিখায় শাবলের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশজুড়ে হত্যাকাণ্ড ও মব সন্ত্রাসের প্রতিবাদে যশোরে মানববন্ধন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লো ইতালি মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যাকাণ্ড: টিটন গাজীসহ মোট ৫ জন গ্রেপ্তার যশোর গরীব শাহ মাজারের সামনে কাল ভাটের ওপর দেবে যায় ট্রাক, যান চলাচল ব্যাহত বিক্ষোভে ফুঁসছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঈমা ওয়াজেদ পুতুলকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পূজার সাথে হলো না বৈশাখী মেলা
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে , ২০২৪, ০৪:৩৬:০০ পিএম , আপডেট : শনিবার, ৫ জুলাই , ২০২৫, ১০:২৮:১৩ এএম
মধুখালী প্রতিনিধি:
GK_2024-05-14_66433097af5b4.jpg

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে বৈশাখ মাস শেষে ফুলবাড়ী ঋসি বটতলা কালীপূজার সাথে বৈশাখী মেলা অনুষ্ঠিত হলো না এবার। কালী পূজার সাধু রতন কুমার দাস জানান নানাবিধ সমস্যা কারনে পূজার সাথে মেলা হলো না। কারন মধুখালী প্রশাসন নিষেধ করেছে। এ বিষয়ে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান বলেন হিন্দু সম্প্রদায়ের কালীপূজা চলমান চলবে, তবে কিছুদিন আগে উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে কালিমন্দিরে আগুন দেওয়ার ব্যপারে একটি হত্যাকান্ড সংগঠিত হওয়ার কারনে উপজেলার পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারনে ঋসি বটতলা ফুলবাড়ী গ্রামে কালী পূজা অনুষ্ঠিত হওয়ার সাথে বৈশাখী মেলা সম্ভব হলো না। শুধু মঙ্গলবার ও বুধবার দুইদিন ব্যাপী এই কালিপূজা অনুষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দা ও পূজা অনুষ্টানে সাধু বলেন বিগত প্রায় ২০০ বছর ধরে কালীপূজা হয়ে আসছে। কারন এই পূজা হয় এইজন্য হয় একজন অবিবাহিত নারী একদিন সন্ধাবেলা রাস্তা দিয়ে হাটা-চলা করার কারনে একটি বিপদের কবলে বলে এই ঋসি বটতলায়। দুস্কৃতিকারীর হাত থেকে তার সতীত্ব রক্ষা করার জন্য বটগাছের দোহায় দিলে বটগাছ ফেটে গেলে তার সতীত্ব রক্ষার জন্য বটগাছের ভিতর চলে যায়। এরপর থেকে এই ঋসি বটতলা ফুলবাড়ী গ্রামে বৈশাখ মাস যাওয়ার সময় দুইদিন ব্যাপী কালিপূজা ও বৈশাখী মেলা অনুষ্টিত হয়। মেলায় হিন্দু ও পুরুষ মিলে মিলে মিশে মেলা উপভোগ করে এবং বিভিন্ন দূরদূরান্ত থেকে লোকজন এই মেলায় আসে এবং বিভিন্ন জিনিষপত্র বিক্রি হয়। এবার একটি ঘটনার কারনে মেলা অনুষ্টিত হলো না শুধু পূজা হচ্ছে।

আরও খবর

🔝