gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডল আর নেই

❒ গ্রামের কাগজ পরিবারের শোক

প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে , ২০২৪, ১১:০৪:০০ এএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-05-14_6642f661ee67e.jpeg

দৈনিক গ্রামের কাগজের সিনিয়র সাংবাদিক সীমাখালী শালিখা প্রতিনিধি লক্ষণ চন্দ্র মন্ডল আর নেই। সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষণ চন্দ্র মন্ডল ঢাকায় তার ছেলের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই সোমবার দিবাগত রাত ২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা।
লক্ষণ চন্দ্র মন্ডল ছিলেন বাঘারপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক। তার বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া খানপুর। দৈনিক গ্রামের কাগজে কাজ করার আগে তিনি আরও একাধিক পত্রিকার সাথে যুক্ত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি প্রবন্ধ ও নিবন্ধ লিখতেন। লিখতেন ইতিহাস-ঐতিহ্য নিয়েও। কবিতা লেখায়ও তার মুন্সিয়ানা ছিলো।
এদিকে, সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক গ্রামের কাগজ পরিবার। পরিবারের পক্ষে প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সহযোগী সম্পাদক আঞ্জুমানারা, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, সহকারী সম্পাদক মো. হাকিম ও জাহিদ আহমেদ লিটক, যুগ্ম বার্তা সম্পাদক এম. আইউব এবং সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম এই শোক জানান।
একইভাবে শোক প্রকাশ করেছে গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব হাসান এবং সাধারণ সম্পাদক চন্দন দাস। তারা ফোরামের পক্ষে এই শোক জানান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝