gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
পাবনার ৩ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
প্রকাশ : সোমবার, ১৩ মে , ২০২৪, ০৬:৪৪:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:০৬:২৯ পিএম
পাবনা প্রতিনিধি:
GK_2024-05-13_66420bab6167c.jpg

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পাবনার তিনটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুরুষ ও মহিলা  ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৩ মে) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে তৃতীয় ধাপের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই প্রতীক বরাদ্দ দেন।

পাবনা সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খান হেলিকপ্টার, কামিল হোসেন কাপ-পিরিচ, মোশারোফ হোসেন ঘোড়া, রফিকুল ইসলাম রুমন আনারস এবং সোহেল হাসান শাহীন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।

আটঘরিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম মোটরসাইকেল এবং সাইফুল ইসলাম কামাল ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন।

আর ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল, এমদাদুল হক রানা আনারস এবং জাহাঙ্গীর আলম সিদ্দিকী ঘোড়া প্রতীক পেয়েছেন।

প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা উচ্ছ্বাসে মেতে উঠেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেন। প্রতীক নিয়ে  শুরু করেন ভোটারদের সাথে গণসংযোগ। নিজ নিজ প্রতিকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা।

উল্লেখ্য, আগামী ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে পাবনা সদর, ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝