শিরোনাম |
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির বেড়াজালি গ্রামে নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক মোহাম্মদ তারেক (২৫) এর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তারেক করবলা টিলা এলাকার বাদশা আলমের ছেলে।
নসিমন গাড়ির হেলপার মো. জিহান জানান, বড় ট্রলি গাড়িকে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে বিলে পড়ে যায়। এসময় চালক তারেক চাপা পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।