gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ফসল বাঁচাতে গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
প্রকাশ : সোমবার, ১৩ মে , ২০২৪, ১২:৪১:০০ পিএম
ময়মনসিংহ সংবাদদাতা:
GK_2024-05-13_6641b62f2b1d6.jpg

ময়মনসিংহে বন্যহাতি ফসলের জমিতে ঢুকে কৃষকের পাকা ধান নষ্ট করছে। হাতি তাড়ানোর চেষ্টা করলে উল্টো হাতির আক্রমণে আলতাফ উদ্দিন (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) ভোররাতে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলতাফ উদ্দিন ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে। ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুরুজ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, আলতাফ উদ্দিন রাতে ছেলেকে নিয়ে কাটা ধানের আটি পাহাড়া দিচ্ছিলেন। ভোররাতে ভারতীয় বন্যহাতির দল এসে ধান খাওয়া শুরু করে। এ সময় বাবা ছেলে হাতি তাড়ানোর চেষ্টা করে। কিন্তু উল্টো হাতির দল তাদের তাড়া করে। তাড়া খেয়ে ছেলে পালিয়ে আসলেও বৃদ্ধ বাবাকে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা টের পেয়ে তাড়া করলে হাতির দল আলতাফ উদ্দিনকে ফেলে চলে যায়। স্থানীয়রা আলতাফকে আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝