gramerkagoj
মঙ্গলবার ● ২১ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শাশুড়িকে অপহরণের দায়ে পুত্রবধূর বিরুদ্ধে মামলা
প্রকাশ : শুক্রবার, ১০ মে , ২০২৪, ০৯:৩০:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-05-10_663e3deabfcb3.jpg

জমি লিখে না দেওয়ায় শাশুড়িকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার রানি বেগম নামে একজন এই মামলাটি দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে ঝিকরগাছার খালকান্দার রানা হোসেনের স্ত্রী রুপা খাতুনকে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
যশোর সদর উপজেলার চাঁচড়ার রেজাউল হোসেনের স্ত্রী রানি বেগম মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে আনোয়ারা দীর্ঘ সাত বছর সৌদি আরবে ছিলেন। পরে দেশে ফিরে এসে খালকান্দা ঢাকা পাড়ায় ৫ কাঠা জমি কিনে সেখানে দুটি রুম তৈরি করে বসবাস করতে থাকেন। ওই বাড়িতে আনোয়ারার পুত্রবধূ রুপা খাতুনও বসবাস করেন। কিন্তু রুপা খাতুন ওই জমি নিজের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য ষড়যন্ত্র ও শাশুড়িকে নির্যাতন করে আসছিলেন।
গত জানুয়ারি মাসে রানি বেগম খালকান্দা ঢাকা পাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এসময় তারই সামনে হুমকি দিয়ে রুপা খাতুন জানান যে, জমি লিখে না দিলে শাশুড়িকে অপহরণ করে খুন করে ফেলবেন। ওই ঘটনার পর ৪ মাস ধরে আনোয়ারার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। বিষয়টি জানতে পেরে গত ৩ মে বিকেলে অভিযুক্ত রুপা খাতুনকে চাঁচড়ায় নিজ বাড়িতে ডেকে আনেন রানি বেগম। তিনি তার কাছে জানতে চান, আনোয়ারাকে অপহরণ করে কোথায় আটকে রেখেছে। এসময় রানি তাকে বলেন জমি লিখে না দিলে শাশুড়িকে ছাড়া হবেনা। বাধ্য হয়ে তিনি মামলা করেন।

 

 

 

 

 

 

 

আরও খবর

🔝