gramerkagoj
মঙ্গলবার ● ২১ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ আমজাদ হোসেন লাভলু বিজয়ে আনন্দ সমাবেশ

মণিরামপুরে আ’লীগের নেতাকর্মীরা স্বস্তির নি:শ্বাস ফেলেছে : সাবেক প্রতিমন্ত্রী স্বপন
প্রকাশ : শুক্রবার, ১০ মে , ২০২৪, ০৯:০৩:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২১ মে , ২০২৪, ১২:৫২:০২ এ এম
জাহাঙ্গীর আলম, মণিরামপুর (যশোর):
GK_2024-05-10_663e3cc661abd.jpg

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, মণিরামপুরবাসী দীর্ঘ চার মাস পর সন্ত্রাসী, চাঁদাবাজ, ঘের দখলকারী ও মানুষের সম্পদ লুটকারীদের হাত থেকে মুক্তি পেয়েছে। এ কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বস্তির নি:শ^াস ফিরে পেয়েছে। কালো টাকা ও স্বাধীনতা বিরোধীর সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে পরাজিত করা হয়েছে। এ ষড়যন্ত্র করে কেউ কখনও সফল হয়নি, কারন নৌকাপ্রেমি মানুষ আজ ঐক্যবন্ধ। তিনি বলেন, রাজনীতি করি গরীব-অসহায় মানুষের জন্য, অবহেলিত মানুষের উন্নয়নের জন্য। আপনাদের ভালোবাসায় ১৫ বছর ধরে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে এসেছি। তার জন্য এবারও আমাকে নৌকার প্রার্থী করা হয়েছিল। কিন্ত কালো টাকা দিয়ে ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী শুক্রবার বিকেলে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন লাভলু আনন্দ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও সিনিয়র সহসভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলেন, এখন থেকে মণিরামপুরে কোন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চলতে দেওয়া হবে না। কোন মানুষের অন্যায়ভাবে ক্ষতি করার চেষ্টা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে নিয়ে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান ও গোপাল মল্লিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাাক, জেলা শ্রমিক লীগের সহসভাপতি বাবলুর করিম বাবলু, সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাড, বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্না, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদ শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।
এরআগে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের নেতত্বে আনন্দ শোভাযাত্রা সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

আরও খবর

🔝