gramerkagoj
মঙ্গলবার ● ২১ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ নির্বাচন পরবর্তি সহিংসতা

মাগুরায় দু'গ্রুপের সংঘর্ষ, আহত ২০
প্রকাশ : শুক্রবার, ১০ মে , ২০২৪, ০৯:০৭:০০ পিএম
আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধি:
GK_2024-05-10_663e38ff7b0c4.jpg

শুক্রবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামের বাসিন্দা ও গয়েশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা ও পরাজিত চেয়ারম্যান পদ প্রার্থী ইউসুফ মন্ডল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে । এতে উভয় গ্রুপের ২০ জন গ্রামবাসী মারাত্বক আহত হয় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গয়েশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা গ্রুপ ও পরাজিত চেয়ারম্যান পদ প্রার্থী ইউসুফ মন্ডল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন কেন্দ্রিক দণ্ড চলে আসছিল । এরই একপর্যায়ে অনুষ্ঠিতব্য ৮মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হালিম মোল্যা ও ইউসুফ মন্ডল উভয় গ্রুপের লোকজন দুই উপজেলা প্রার্থীর পক্ষে-বিপক্ষে অবস্থান নেন। নির্বাচনে ইউসুফ মন্ডল পক্ষের উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী বিজয়ী হন এবং হালিম মোল্যা পক্ষের প্রার্থী পরাজিত হন। এরপর থেকেই এলাকায় উত্তেজনা চলছিল । উত্তেজনার একপর্যায়ে শুক্রবার সকালে ছাবিনগর মাঠে হালিম চেয়ারম্যান গ্রুপের আলমগীরের সাথে ইউসুফ গ্রুপের হারুনের স্যালোমেশিন কেন্দ্রিক বাক-বিতন্ডা হয় এবং আলমগীরের ছেলে রিফাত লোকজন নিয়ে হারুন বিশ্বাসের বাড়ি-ঘরে হামলা করে। এরপরই ইউসুফ গ্রুপের হান্নান মেম্বারের নেতৃত্বে লোকবল নিয়ে হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজনদের বাড়ি-ঘর ভাংচুর করতে গেলে হালিম চেয়ারম্যান গ্রুপের লোকজন পাল্টা আক্রমণ করেন। তখন উভয় গ্রুপের মধ্যে এক সংঘর্ষে উভয় পক্ষের জাহিদ (৪০), এরশাদ (৩৫), জানু (৩৫), আবেদ আলী (৮০) নাছির (৫০), জিল্লু (৪০), মাহাবুল (৫০), আনোয়ার (৫৫), অনিক (২২), ঠান্ডু (৩৫) রোকনুজ্জামান (৪০), আশরাফ (৪০), জাহাঙ্গীর (৪০), দেলবার মন্ডল (৫০) ও সিরাজ (৫০)সহ অন্তত ২০জন গ্রামবাসী মারাত্বক আহত হন। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে পুলিশ সোহাগ মন্ডল (২৫), আতর আলী (৬২), মোমিন (৬০), আবেদ আলীকে (৬৫ কে আটক করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় এবং ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের সম্ভাবনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ তাসমীম আলম জানান, এই গ্রামে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলে আসছিল। পরবর্তিতে নির্বাচন কেন্দ্রিক উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল এবং পুলিশও সতর্ক অবস্থানে ছিল । এরপরও গোলমালের সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সন্দেহভাজন ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য এলাকা থেকে আটক করা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

আরও খবর

🔝