gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

ভোটের সময় কেন্দ্রে ভোটার টানতে ভ্যানে চড়ে বাড়ি বাড়ি হাজির প্রার্থী
প্রকাশ : বুধবার, ৮ মে , ২০২৪, ০২:৩৫:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
জাহাঙ্গীর হোসেন, বারোবাজার (ঝিনাইদহ):
GK_2024-05-08_663b39dace32a.

প্রার্থীরা যখন কেন্দ্রে কেন্দ্রে ছুটে ভোটের সার্বিক খবরাখবর নিচ্ছেন, কর্মীসমর্থকদেরকে উৎসাহ দিচ্ছেন সেখানে ব্যতিক্রম ছিলেন একজন চেয়ারম্যান প্রার্থী। এই প্রার্থী ভোট কেন্দ্র ছেড়ে ভোটারদের বাড়ি বাড়ি ছুটেছেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তিনি ভোটারদেরকে উদ্বুদ্ধ করছেন।
ব্যতিক্রম ও বিরল এই দৃশ দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে।
এই চেয়ারম্যানের নাম রাশেদ শমসের। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। তার প্রতীক হেলিকপ্টার।

বুধবার ভোট গ্রহণের পর থেকেই দেখা গেছে বিভিন্ন প্রার্থী প্রাইভেটকার, মাইক্রোবা বা মোটরসাইকেলে চড়ে এক কেন্দ্র থেকে আর এক কেন্দ্রে ছুটে যাচ্ছেন। তারা কেন্দ্র পরিদর্শন করেছন। কর্মীসমর্থকদের সাথে কথা বলছেন। ব্যতিক্রম ছিলেন রাশেম শমসের।
সকাল সাড়ে ৯টায় কাষ্টভাঙ্গা বাজারে তাকে ভ্যানে চড়া অবস্থায় আবিষ্কার করা হয়। তিনি বলেন, সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটার উপস্থিতি অনেকটাই কম। সে কারণে তিনি কেন্দ্র ছেড়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হন। তাদেরকে কেন্দ্রে যেয়ে ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহ দেন।
কালীগঞ্জ উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ৯১টি। ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৪ হাজার ৩২৮ জন। নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৫৫৩ জন।

 

আরও খবর

🔝