gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
ভোট শান্তিপূর্ণ হচ্ছে: ডিসি যশোর

❒ পরিবেশ বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা: এসপি

প্রকাশ : বুধবার, ৮ মে , ২০২৪, ১২:১২:০০ পিএম , আপডেট : সোমবার, ২০ মে , ২০২৪, ১২:৩১:১১ এ এম
জাহাঙ্গীর আলম ও কামরুজ্জামান রাজু:
GK_2024-05-08_663b199baf93a.jpeg

যশোরের মণিরামপুর ও কেশবপুরে উপজেলা নির্বাচন পরিদর্শনে এসে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার সন্তুষ্ঠি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। একই সফরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার বেলা ১১টা ১০ মিনিটে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তারা ভোট কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং ইভিএমে ভোটদানে কোনো অসুবিধা হচ্ছে কিনা সে বিষয়ে ভোটারদের তাদের সাথে কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে মাঠে রয়েছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি ভোটকেন্দ্রে নিয়োগ করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, আনসার, র‌্যাব এবং বিজিবি মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে, মণিরামপুরে ব্রিফিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চিনাটোলা সরকারি বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংকালে জেলা প্রশাসক বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। তার জন্য জেলা প্রশাসক, নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল দপ্তরের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি যদি কোনো রকম অনিয়ম করেন বা আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করারও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।
পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট প্রদানে বাধা প্রদান বা প্রভাব খাটানোর বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশনা রয়েছে। কোনো পুলিশ সদস্য যদি অসৎ ও অনিরেপক্ষ আচরণ করেন, সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সব পুলিশ সদস্যকে রেইন কোট, লেগসিন, হেলমেট, ভেস্ট, বাঁশি, লাঠি, অস্ত্র, গোলাবারুদ যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
একইসাথে নাশকতার পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন পুলিশ সুপার। এক্ষেত্রে নির্বাচন কমিশন ন্যস্ত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
মণিরামপুরের ব্রিফিংকালে আরও সময় উপস্থিত ছিলেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, মণিরামপুরে ইউ এন ও জাকির হোসেন, ওসি এবি এম মেহেদী মাসুদ সহ প্রমুখ।

আরও খবর

🔝