gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
তুরস্কের নৌবাহিনীর জাহাজ আসছে বাংলাদেশে
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ১০:৫৭:০০ এ এম , আপডেট : রবিবার, ১৯ মে , ২০২৪, ০৩:১৭:৪১ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-05-07_6639b4baa9470.jpg

বাংলাদেশ-তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির নৌবাহিনীর জাহাজ আসছে বাংলাদেশে। আজ মঙ্গলবার (৭ মে) তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’ চট্টগ্রামে পৌঁছাবে। ঢাকার তুরস্কের দূতাবাস এ তথ্য জানায়।
তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’ ৭-৯ মে বাংলাদেশ সফর করবে। তুর্কি নৌবাহিনীর এ জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। এ সফরের লক্ষ্য নৌবাহিনী ও দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন। এরই ধারাবাহিকতায় তার আঞ্চলিক সফরের পরিপ্রেক্ষিতে ‘টিসিজি কিনালিয়াদা’ চট্টগ্রাম বন্দরে আসছে।
দূতাবাস আরও জানায়, তুর্কি ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে তুর্কি নৌবাহিনীর জাহাজ ‘টিসিজি কিনালিয়াদা’কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তুরস্ক আনন্দিত।

আরও খবর

🔝