gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে হামাস, গাজার বাসিন্দাদের উচ্ছ্বাস
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ১০:৪৮:০০ এ এম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-05-07_6639af1cc1de1.jpg

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। প্রস্তাব মেনে নেওয়ার বিষয়টি মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া।
যদিও এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে তারা। এদিকে, যুদ্ধবিরতিতে হামাসের রাজি হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাজার বাসিন্দারা। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। সোমবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া মূল্যায়ন করতে ওয়াশিংটনের কত সময় লাগবে, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে তিনি বলেছেন, সিআইএ পরিচালক বিষয়টি নিয়ে কাজ করছেন।
চুক্তি চূড়ান্ত করতে সিআইএ পরিচালক উইলিয়াম জে বার্নস শুক্রবার থেকে মধ্যপ্রাচ্যে রয়েছেন।
মিলার বলেন, এটি এমন একটি বিষয়, বাইডেন প্রশাসনের প্রত্যেকের কাছে এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সবাই বিষয়টিতে নজর রাখছেন।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় বসবাসকারী বেসামরিক মানুষদের শহরটির একটি অংশ খালি করে দিতে নির্দেশ দিয়েছে।
হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ফিলিস্তিনিরা।
৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত ৩৪ হাজার ৭৩৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন অন্তত ৭৮ হাজার ১০৮ জন।

আরও খবর

🔝