gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
মেজাজ হারালেন সাকিব
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ০৭:০২:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-06_6638d54bcc303.jpg

ক্যারিয়ারের নানা সময়ে বিতর্ক সাকিব আল হাসানের। আবারও নতুন করে বিতর্কে জড়ালেন ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে নামা এই সংসদ সদস্য। সেলফি নিতে চাওয়ায় মেজাজ হারিয়ে ভক্তের দিকে তেড়ে গেছেন সাকিব।
সোমবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হয় ডিপিএলের প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচ। খেলা শুরুর আগে মাঠের পাশেই প্রাইম ব্যাংক কোচ সালাহউদ্দিন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ সোহেল ইসলামের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এসময় হঠাৎ সেলফি তুলতে যান এক ভক্ত।
প্রথমবার খুব ভালোভাবেই সেই ভক্তকে সেলফি তুলতে নিষেধ করেন। কিন্তু সেটি শোনেননি ওই ভক্ত। আর তখনই মেজাজ হারান সাকিব। তেড়ে গিয়ে সেই ভক্তের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং মারতে উদ্যত হন। যদিও শেষ পর্যন্ত গায়ে হাত তোলেননি তিনি।
এর আগে, সকালে স্টেডিয়ামের প্রবেশের সময়ও সাকিব মেজাজ হারিয়েছিলেন বলে জানা গেছে। তখনও এক ভক্ত সেলফি তোলার জন্য এগিয়ে এলে তার মোবাইল ফোন হাত দিয়ে ঠেলে দুরে সরিয়ে দেন সাকিব।
সাকিবের এমন আচরণের পর সমালোচনা শুরু হয়েছে। এমন ভূমিকায় নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা। তাদের মতে, ভক্তদের সঙ্গে এমন ব্যবহার সাকিবের কাছ থেকে মোটেই কাম্য নয়। যদিও সাকিব ভক্তরা তার পাশেই দাঁড়িয়েছে। তারা বলছেন, ভক্ত নিরাপত্তা বলয় ভেঙে সাকিবের কাছে গিয়ে নিয়ম ভেঙেছে।
তবে এদিনের ম্যাচে মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছিলেন আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজা। সবার আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন আব্দুর রাজ্জাক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট স্পর্শ করতে রাজ্জাকের লেগেছিল ২৬৯ ম্যাচ। এ ছাড়া মাশরাফির লেগেছিল ২৮৭ ম্যাচ। ৩০৮ ম্যাচে ৪০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন সাকিব।

আরও খবর

🔝