gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫ ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী নায়েব আলী জোয়ারদার সন্ত্রাসী রমজান হত্যাকান্ড পুঁজি করে একটি মহলের ব্যবসা
রাজৈরে আগুনে পুড়ে গেলো ৬টি দোকান
প্রকাশ : রবিবার, ৫ মে , ২০২৪, ০২:১৩:০০ পিএম
মাদারীপুর প্রতিনিধি:
GK_2024-05-05_66373fb952bfb.jpg

মাদারীপুর রাজৈরের পুরান কাঠপট্রিতে আগুন লেগে ৬টি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আরো ৫টি কাঠের দোকান আংশিক পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
রোববার (৫ মে) ভোররাতে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় পুরান কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় পুরান কাঠপট্রি এলাকার একটি দোকান ঘরে প্রথমে আগুন লাগে। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আছে।
এই ঘটনায় আবুক্কর সিদ্দিকের ৩টি, জমেত শেখের দুটি ও মো. মস্তফার একটি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আরো ৫টি দোকান আংশিক পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত আবুক্কর সিদ্দিক বলেন, আগুনে ৬টি দোকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়েছে। এছাড়াও আরো ৫টি দোকান আংশিক পুড়ে গেছে। এতে করে আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাজৈরের টেকেরহাট ফায়ার সার্ভিসের পোর্টস্থল কাম নদী ষ্টেশন অফিসার মো. মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অনেক চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়েছে।

আরও খবর

🔝