gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
আরডিআরএস মাঠকর্মীকে মারধর ও টাকা ছিনতাই
প্রকাশ : রবিবার, ৫ মে , ২০২৪, ০১:৪৩:০০ পিএম
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:
GK_2024-05-05_663738bf79373.jpg

লালমনিরহাটে মাজেদুল ইসলাম নামে এক আরডিআরএস মাঠকর্মীকে মারধর করে আহত করার ঘটনায় অজ্ঞাত নামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে।
এ ঘটনায় শনিবার (৪ মে) সন্ধ্যায় হাতীবান্ধা থানায় অভিযোগ দায়ের করেন। এরআগে,
গত রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ময়নার বাজার সংলগ্ন কালীগঞ্জ হইতে চাপারহাটগামী পাকা রাস্তার ধারে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিবাদী মাজেদুল ইসলাম পিতা মহির উদ্দিন বসুনিয়া গ্রাম নাজিরদেহ ৫ নং ওয়ার্ড হারাগাছ ইউনিয়ন থানা রংপুর। তিনি আরডিআরএস বাংলাদেশ দইখাওয়া শাখা হাতীবান্ধা লালমনিরহাটে একজন মাঠকর্মী। ঘটনার দিন তিনি সন্ধ্যায় হাতীবান্ধা থানাধীন ভেলাগুড়ি বাজারে সমিতির কালেকশন করা অবস্থায় বিবাদী মোঃ নুর আলম, মোঃ আমীন ইসলাম উভয় পিতা জয়নাল আবেদীন উভয় সাং পাগলারহাট রাজপুর থানা ও জেলা লালমনিরহাট। মাজেদুলের স্ত্রীর সঙ্গে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে মনমালিন্যের জের ধরে অজ্ঞত নামা আরও ৪-৫ জনসহ মোটরসাইকেল যোগে মাজেদুলের সামনে এসে মোটরসাইকেলের গতি থামিয়ে কথা আছে বলে কৌশলে তাকে লোকজনের আড়ালে নিয়ে গিয়ে জোরপূর্বক টানাহেঁচড়ারা করে মোটরসাইকেলে তুলে কালীগঞ্জ থানাধীন দলগ্রাম ইউনিয়নের ময়না বাজার হইতে অনুমান ৩০০ গজ পূর্বে কালীগঞ্জ হইতে চাপারহাট গামী পাকা রাস্তার ধারে নিয়ে গিয়ে মোটরসাইকেল হতে নামিয়ে ধাক্কাধাক্কিসহ এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। মাজেদুল মাটিতে পড়িয়া গেলে তাহার প্যান্টের পকেটে থাকা সমিতির কালেকশনের ১লক্ষ ২০ হাজার টাকা কেড়ে নেয়। এবং তার নিজ নামিও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দইখাওয়া শাখার চেকবই যার হিসাব নম্বর -( ১২২১০৫৫৯) পকেট হতে বের করে সাক্ষার করতে চাপ সৃষ্টি করে। এতে তিনি রাজি না হলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে দুই হাত গলাচিপে ধরে শ্বাসরুদ্র করার চেষ্টা করে। এরপর আসামীরা ধারালো ছুরি দিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে তার গলায় লাগিয়ে দিলে প্রাণের ভয়ে ৪টি চেক ও ২টি সাদা পাতায় সাক্ষার করে। এরপরেও আসামিরা তার হাত পা বেঁধে পাশের ভুট্টার ক্ষেতে ফেলে চলে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। যার রেজি নং- ৬৮২৮/৭৪ তারিখ ২৮-০৪-২০২৪ ইং।
এব্যাপারে থানায় উল্লেখিত নুর আলম ও আলামিনসহ অজ্ঞাত নামা আরো ৪-৫জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এবিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

🔝