gramerkagoj
শনিবার ● ১৮ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা
প্রকাশ : রবিবার, ৫ মে , ২০২৪, ০১:১৬:০০ পিএম , আপডেট : রবিবার, ৫ মে , ২০২৪, ০১:৪৪:৩৯ পিএম
কক্সবাজার সংবাদদাতা:
GK_2024-05-05_66372c36ebdfa.jpg

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর কালাম (২৯) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ মে) ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন।
নিহত রোহিঙ্গা যুবক নূর কালাম (২৯) উখিয়ার ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রোববার সকালে উখিয়া আশ্রয় শিবিরের ক্যাম্প-১৮ এর ব্লক-এম ১৭ রেড ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর কালাম নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে রেখে চলে গেছে।
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে অপর এক সূত্র জানায়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ১০-১৫ জনের অস্ত্রধারী দল নুর কামালকে ধরে নিয়ে ক্যাম্প-১৮ এর ব্লক-এম/১৭, রেড ক্রিসেন্ট অফিসের পাশে গলা কেটে হত্যা করে চলে যায়। তবে কেন এ মর্মান্তিক হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানিয়েছেন, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের ধারণা, রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্যরা নূর কামালকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও খবর

🔝