gramerkagoj
রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
প্রকাশ : শুক্রবার, ৩ মে , ২০২৪, ১২:২৮:০০ পিএম , আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:২৬:৪৪ পিএম
ঢাকা অফিস:
GK_2024-05-03_66348415da714.jpg

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের কাছে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।
শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। যাদবপুর রেলওয়ে জংশন এর স্টেশন মাস্টার আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা থেকে ময়মনসিংহ ও ঢাকা থেকে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, গাজীপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি দাঁড়ানো অবস্থায় ছিল। বিপরীত দিক টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের সামনে সরাসরি আঘাত করে। এতে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ এবং সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝