gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
প্রতিবন্ধী সুমনের বাড়ীতে হুইল চেয়ার নিয়ে হাজির থানার ওসি ইকবাল বাহার
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৪:৫১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১০:২৫:৫৮ এ এম
স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর):
GK_2024-05-02_6633704223044.jpg

যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সুমনকে (২৬) অবশেষে একটি হুইল চেয়ার দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় হুইল চেয়ার নিয়ে সুমনের বাড়ীতে উপস্থিত হন থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
এ সময় তিনি বলেন সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি প্রতিবন্ধী সুমনের হুইল চেয়ারটি নষ্ট হয়ে গেছে। হুইল চেয়ার বাদেই সে কষ্টে আছে। এমনকি মাটিতে ও ঘরের মেঝেতে বসেই জীবন পার করছিল। সন্তানের পরিচর্যা করতেও কষ্টভোগ করতেন তার বাবা মা। এটি জানার পর উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার কাছে জানালে তিনি তাৎক্ষনিকভাবে একটি হুইল চেয়াররের ব্যবস্থা করেন। আমি ভেবেছি এই রোদের মধ্যে উপজেলা পরিষদ থেকে নিতে আসলে সুমন ও তার বাবা মায়ের বেশ পরিশ্রম হবে। তাই নিজেই চলে এসেছি। হুইল চেয়ারটি বাড়ীতে এসে দিতে পেরে ভালো লাগছে। হুইল চেয়াররের পাশাপাশি নিজের উদ্যোগে তিনি খাদ্য সামগ্রী তুলে দেন ওই পরিবারে।
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী সুমনের পিতা ফেরেগুল হোসেন ও মা শেফালী খাতুন বলেন, সুমন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। কখনো কোলে পিঠে কখনো মাটিতে গড়িয়ে বেড়ে ওঠে। কয়েক বছর আগে একটি হুইল চেয়ার পেয়েছিল। কিন্তু সেটি নষ্ট হয়ে গেছে। হুইল চেয়ার পেয়ে তারা এ সময় থানার ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামসুর রহমান টিয়ে, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল প্রমূখ।

আরও খবর

🔝