gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
চীনে মহাসড়ক ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৮
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০৪:১৮:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-05-02_6633656601305.jpg

ভারী বর্ষণের কবলে পড়ে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে একটি মহাসড়ক ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটে (০৭:৩৫ জিএমটি) সর্বশেষ মৃতের সংখ্যা জানিয়েছে। তারা আগে ৩০ জন আহত হওয়ার খবরও জানিয়েছিল।
বুধবার সকালে যখন মহাসড়কটি ধসে পড়ে তখন চীন তার মহান মে দিবসের ছুটি পালন করছিল।
গত কয়েকদিনের বৃষ্টিপাতের পর গুয়াংডংয়ের মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যকার ওই মহাসড়কের ১৭ দশমিক ৯ মিটার (৫৮.৭ ফুট) অংশ ধসে পড়ে। এখন পর্যন্ত ২৩টি যানবাহন ধসে পরা কাঁদার মধ্যে পাওয়া গেছে। এছাড়া অবিরাম বৃষ্টির মধ্যেই ধসে পরা কাঁদামাটি থেকে যানবাহনগুলোকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্তৃপক্ষ এক নোটিশে বলেছে, এস১২ মহাসড়কের একটি অংশ উভয় দিক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং গাড়িচালকদের বিকল্প পথে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানে সহায়তার জন্য প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে জননিরাপত্তা, জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ এবং খনির উদ্ধার পরিচালনাকারী বিভাগের লোকজন রয়েছে।
সিনহুয়া জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত সড়ক ধসে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জন আহত হয়েছে। তবে আহতদের কেউ শঙ্কাজনক অবস্থায় নেই। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে এ প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি বলেছে ঘটনাটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক বিপর্যয়, অবিরাম ভারী বৃষ্টির প্রভাবে ঘটেছে। মহাসড়কের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) প্রসারিত অংশে ধসে পড়েছে। এখন পর্যন্ত ২৩টি যানবাহন কর্দমাক্ত গর্তে পাওয়া গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তারা গাড়ি পড়ার শব্দ শুনেছেন এবং তারপর একটি বিকট শব্দ পান।
একজন গুইঝো ইভিনিং নিউজকে বলেছেন, আমরা থামলাম এবং চেক করার জন্য গাড়ি থেকে নামলাম এবং রাস্তাটি ধসে গেছে তা বুঝতে পারিনি।
সূত্র: আল জাজিরা

আরও খবর

🔝