gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শ্রীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে , ২০২৪, ০১:৫৬:০০ পিএম
মাগুরা প্রতিনিধি:
GK_2024-05-02_66334a72d4713.jpg

মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ধাওয়া পাল্টা ধাওয়া ও পিটুনীতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম বাজারে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোতাসিম বিল্লাহ সংগ্রাম ও শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় রাজন গ্রুপের লোকজন নবগ্রাম বাজারে খেলাফত বিশ্বাসে দোকানের সামনে মোটরসাইকেল মার্কার একটি অফিস উদ্বোধন করেন। কিছুক্ষণ পরে সংগ্রাম গ্রুপের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে ওই অফিসের সামনে এসে বিভিন্ন উস্কানীমূলক মন্তব্য করতে থাকেন। তখন উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে সংগ্রাম তথা গয়েশপুর ইউপি চেয়ারম্যান হালিম গ্রুপের লোকজন শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের মোটরসাইকেল মার্কার অফিস ভাঙচুর করে। পরবর্তীতে রাজন গ্রুপের সমর্থকরা একত্রিত হয়ে সংগ্রাম তথা হালিম চেয়ারম্যানের সমর্থকদের ঘিরে ফেললে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই মারপিটসহ ১০/১২টি মোটরসাইকেল ভাঙচুর করে।
উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ফিরুজ মণ্ডল (৪০), মুক্তার হোসেন (৩৮)সহ ১০ জন আহত হয়। আহতদের কয়েকজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দ্বারিয়াপুর) চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি রয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুজন (২৭), আনোয়ার (২৪), ছিদ্দিক (৫৬), সঞ্চয়কে (৩২) আটক করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি০ (তদন্ত) গৌতম ঠাকুর জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সন্দেহজনকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। ভাঙচুর হওয়া ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে।

আরও খবর

🔝