gramerkagoj
শুক্রবার ● ১৭ মে ২০২৪ ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
প্রীতি ম্যাচ খেলতে আসবে চাইনিজ তাইপে
প্রকাশ : মঙ্গলবার, ৩০ এপ্রিল , ২০২৪, ০৮:০৫:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-30_6630fb8392407.jpg

বাংলাদেশ নারী ফুটবল দল পাঁচ মাস আগে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ডিসেম্বরে সিঙ্গাপুরকে আতিথেয়তা দিয়ে বাংলাদেশ দুই ম্যাচে জিতেছিল ৩-০ ও ৮-০ গোলে। এরপর ম্যাচ খেলতে অনেক দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়েছে বাফুফে। একাধিক দেশ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার মৌখিক কথা দিয়েও সরে গেছে। যে কারণে, ম্যাচ বিরতি লম্বা হয়েছে সাবিনা-শামসুন্নাহারদের।
দীর্ঘ প্রতিপক্ষার পর বাংলাদেশের মেয়েদের সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ। মে-জুনের উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে দু’টি ম্যাচ খেলতে ঢাকায় আসবে চাইনিজ তাইপের মেয়েরা। মঙ্গলবার বাফুফের নারী ফুটবল কমিটির সভা শেষে এই দুই ম্যাচের দিনক্ষণ ঘোষণা দিয়েছেন কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
৩১ মে ও ৩ জুন তাইপের বিপক্ষে ম্যাচ দু’টি হবে। গরমের কারণে, দু’টি ম্যাচই ফ্লাডলাইটে আয়োজনের কথা চিন্তা করছেন তারা। ম্যাচ হবে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায়। এ বছরই নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের শিরোপা ধরে রাখার প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলতে মরিয়া বাফুফে। যে কারণে, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে আসছিল দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

আরও খবর

🔝