gramerkagoj
রবিবার ● ১২ মে ২০২৪ ২৯ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ জাতীয় আইনগত সহায়তা দিবসে যশোরে নানা আয়োজন

আইনগত সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে: জেলা ও দায়রা জজ
প্রকাশ : রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ০৯:৫৬:০০ পিএম , আপডেট : রবিবার, ১২ মে , ২০২৪, ১০:৫১:৩৭ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-04-28_662e7292b22e9.jpg

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। সকাল সাড়ে ৯টায় শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম।
তিনি বলেন, বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়া নাগরিক অধিকার। যা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে জেলা পর্যায়, এমনকি উপজেলা পর্যায়ে এ কাজ শুরু হয়েছে। মানুষের দোরগোড়ায় লিগ্যাল এইডের সেবা পৌঁছে দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। নাগরিক এ অধিকার নিশ্চিতে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান তিনি।
সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়ার সহকারী জজ রাফিয়া সুলতানা। তিনি জেলা লিগ্যাল এইডের এক বছরের কর্মসূচির পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, ২০২৩ সালে যশোর জেলা লিগ্যাল এইড অফিস থেকে ৮২৮ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। ৬৬৬টি এডিআর আবেদন গ্রহণ করা হয়েছে। ৭১৬টি ঘটনায় বিরোধ নিস্পত্তি করা হয়েছে। ৫৭৫ জনের মামলায় বিনামূল্যে আইনজীবী নিয়োগ করা হয়েছে ও ২০৬৯ জনকে আইনি সেবা দেয়া হয়েছে। বাইরের প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে ৯টি মাসিক সভা, প্যানেল আইনজীবীদের সাথে মতবিনিমিয়, একাধিক সেমিনার ও উঠান বৈঠক করেছে যশোর জেলা লিগ্যাল এইড কমিটি।
সভায় লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের মধ্যে দুইজন বীরমুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন বীরমুক্তিযোদ্ধা রবিউল হক সুজা ও বীরমুক্তিযোদ্ধা আইনাল হোসেন। পরে তারা অনুভূতি প্রকাশ করেন। সম্মাননাপ্রাপ্তরা এধরণের আয়োজনের ভূয়সী প্রশাংশা করেন। এরপর সুবর্না নুর নামে একজন লিগ্যাল এইড থেকে সুবিধা পাওয়ার গল্প তুলে ধরেন।
আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্পেশাল জেলা ও দায়রা জজ সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবীর, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, পিপি এম ইদ্রিস আলী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিয়ির আইনজীবী নজরুল ইসলাম, কাজী ফরিদুল ইসলাম, শরীফ নুর মোহাম্মদ আলী রেজা এবং বাঁচতে শেখার নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজ। সভা সঞ্চালনা করেন যুগ্ম জেলা জজ খাইরুল ইসলাম ও সহকারী জজ সুজাতা আমিন।
বক্তারা বলেন, অসহায় ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদানে লিগ্যাল এইড প্যানেল আইনজীবী নিয়োগ দেয়। এতে একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ সেবার আওতায় আসেন। তবে, যশোরের সকল আইনজীবী যদি বছরে পাঁচজনকে বিনামূল্যে আইনি সহায়তা দেন সেক্ষেত্রে সেবার পরিধি বাড়বে। এ বিষয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন। উপস্থিত আইনজীবীরা হাত তুলে এ বিষয়ের সম্মতি দেন। অনেকে প্রতি বছরে অন্তত পাঁচজনকে বিনাম্যূলে আইনিসেবা প্রদান করবেন বলে প্রতিশ্রæতি দেন।
এরআগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন জজ কোর্ট জামে মসজিদের ঈমাম মো. ইলিয়াস এবং গীতা পাঠ করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রেকর্ড কিপার শিমুল শিকদার।
অনুষ্ঠানে সদ্য প্রয়াত যশোরের সাবেক জেলা লিগ্যাল এইড অফিসার আহসান হাবীব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনকে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

 

আরও খবর

🔝