gramerkagoj
শনিবার ● ১১ মে ২০২৪ ২৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান শিক্ষামন্ত্রীর সড়ক দুর্ঘটনায় যেন কেউ প্রাণ না হারায় সেজন্য কাজ করে যাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে এবার কোরবানিযোগ্য পশু সাড়ে ৪ লাখের বেশি রাণীনগরে মাদক কারবারী গ্রেফতার ৪ হেরোইন উদ্ধার চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে ২ জনের মৃত্যু এমভি আবদুল্লাহ এখন বাংলাদেশের জলসীমায় হত্যা মামলার আসামী জামিনে এসে আরেকটি হত্যার চেষ্টা, শঙ্কিত গ্রামবাসী ১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন পাবনায় নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি, ২ জন গ্রেপ্তার জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে দেশকে রক্ষা করাই লক্ষ্য : প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গের মেদিনীপুরে তাপমাত্রা উঠল ৪৫.৮ ডিগ্রিতে
প্রকাশ : রবিবার, ২৮ এপ্রিল , ২০২৪, ১২:৩৯:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-04-28_662deda2df17a.jpg

সবচেয়ে বেশি গরম ছিল ভারতের পশ্চিমবঙ্গের কলাইকুন্ডায়। পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডায় দিনের তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর।
শনিবার দক্ষিণবঙ্গের মাত্র চার জায়গায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির নিচে। বাকি সব এলাকায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। সেই সঙ্গে চলেছে তাপপ্রবাহ। শনিবার দক্ষিণের ৯ জায়গায় হয়েছে তীব্র তাপপ্রবাহ। কলকাতাতেও দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। উত্তরবঙ্গের মালদহেও চলেছে তাপপ্রবাহ।
কলাইকুন্ডার পরেই তাপমাত্রার নিরিখে রাজ্যে দ্বিতীয় পানাগড়। আলিপুর আবহাওয়া দপ্তরের হিসাবে সেখানে শনিবার দিনের তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। পিছিয়ে নেই মেদিনীপুরও। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বর্ধমান, ব্যারাকপুর, ঝাড়গ্রামেও দিনের তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়েছে। কৃষ্ণনগর, ক্যানিং, শ্রীনিকেতন, আসানসোল, পুরুলিয়া, সিউড়িতে দিনের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, ক্যানিং, কলাইকুন্ডা, বর্ধমান, পানাগড়, আসানসোল, ব্যারাকপুরে শনিবার ছিল তীব্র তাপপ্রবাহ। তাপপ্রবাহের হাত থেকে বেঁচেছে দক্ষিণের মাত্র তিন জায়গা— উপকূলবর্তী দিঘা, সাগরদ্বীপ এবং বসিরহাট। তিন জায়গাতেই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
উত্তরবঙ্গের মালদহে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেখানে তাপপ্রবাহও চলেছে শনিবার। বালুরঘাটের তাপমাত্রার পরিসংখ্যান প্রকাশ করেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরের বাকি এলাকায় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দার্জিলিংয়ে দিনের তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। কালিম্পংয়ে ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র : আনন্দবাজার

আরও খবর

🔝