gramerkagoj
সোমবার ● ৬ মে ২০২৪ ২২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অবৈধ পথে যাওয়া বাংলাদেশিদের ফেরত দিয়েছে বিএসএফ
প্রকাশ : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৮:৩৮:০০ পিএম
মহেশপুর (ঝিনাইদহ) অফিস:
GK_2024-04-24_662919c575abd.jpg

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া আটজন বাংলাদেশিকে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার সকালে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ছয়জন নারী, একজন পুরুষ একটি শিশু রয়েছে। এদের বাড়ি দিনাজপুর ও কক্সবাজার জেলায়।
মাটিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল কাদের জানান, অবৈধ পথে ভারতে যাওয়ার পর বিএসএফ তাদের আটক করে। পরে ৫৩ নম্বর মেইন পিলারের কাছে বুধবার বেলা সাড়ে ১১টায় রোনখাট ও মাটিলা ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়েছে। এসব মানুষকে নিজেদের পরিবারে হস্তান্তরের জন্যে একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

🔝