gramerkagoj
শুক্রবার ● ৩ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নিম পাতার অনেক গুণ
প্রকাশ : মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৯:১৪:০০ পিএম , আপডেট : বুধবার, ১ মে , ২০২৪, ০৩:১৯:৩৪ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-04-23_6627d0856fdc2.jpg

বিশ্বব্যাপি নিম গাছ, গাছের পাতা, শিকড়, ফল ও বাকল ঔষধের কাঁচামাল হিসেবে পরিচিত। বর্তমানে বিশ্বে নিমের কদর এর অ্যান্টিসেপটিক হিসেবে ব্যাবহারের জন্য।
এটি ছাত্রাকনাশক হিসেবে ব্যকটেরিয়া রোধক হিসেবে ভাইরাসরোধক হিসেবে, কীট পতঙ্গ বিনাশে, ম্যালেরিয়া নিরাময়ে দন্ত চিকিৎসায় ব্যাথামুক্তি ও জ্বর কমাতে, জন্ম নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়।
উকুন নিরাময় করতে নিমের পাতা বেটে হালকা করে মাথায় লাগান। ঘন্টা খানেক ধরে মাথা ধুয়ে ফেলুন। আনেক দিন পেটে অসুখ। পাতলা পায়খানা হলে ৩০ ফোটা পাতার রস, সিকি কাপ পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকেল খাওয়ালে উপকার পাওয়া যাবে।
নিমের পাতা সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে খোসপাচড়া চলে যায়। পাতা ও ফুল বেটে গায়ে কয়েকদিন লাগালে চুলকানি ভালো হয়।
পোকামাকড় কামড় দিলে বা হুল ফোটালে এটির মূলের ছাল বা পাতা বেটে ক্ষত স্থানে লাগান।
নিমের পাতা ও ছালের গুড়া কিংবা নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাত মজবুত হবে।
নিমতেল একটি শক্তিশালী শুক্রানুনাশক হিসেবে কাজ করে। ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, এটির তেল মহিলাদের জন্য নতুন ধরনের কার্যকরী গর্ভ নিরোধক হতে পারে। এটি ৩০ সেকেন্ডের মধ্যেই শুক্রানু মেরে ফেলে।

আরও খবর

🔝