gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
‘মিয়ানমারে আটকে পড়া ১৪৪ জন বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হবে’
প্রকাশ : সোমবার, ২২ এপ্রিল , ২০২৪, ০৫:২৮:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ মে , ২০২৪, ১২:২৩:১২ এ এম
কাগজ ডেস্ক:
GK_2024-04-22_662639c59da07.jpg

মিয়ানমারে আটকে পড়া ১৪৪ জন বাংলাদেশিদের ২৪ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হবে। মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে তাদের ফিরিয়ে আনা হবে। একই জাহাজে করে পরদিন ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৫ জন সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে।
আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘২৪ এপ্রিল মিয়ানমারের জাহাজ বাংলাদেশে আসবে। ১৪৪ জন বাংলাদেশি নাগরিক মিয়ানমারে নানাভাবে আটকা পড়েছিল, অনেকে বন্দিও ছিল, তাদেরকে নিয়ে আসবে মিয়ানমারের জাহাজ। ২৪ এপ্রিল তো পরশুদিন। পরদিন মিয়ানমারের ২৮৫ বিজিপি সদস্যদের নিয়ে যাবে।’

আরও খবর

🔝