gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
একই ম্যাচে জরিমানা দুই অধিনায়কের
প্রকাশ : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:৩৫:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-20_6623c6687b43f.JPG

আইপিএলে প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টসের মাঠে খেলতে নেমে কোনো অসহায় আত্মসমর্পন করেছে চেন্নাই সুপার কিংস। তার ওপর বাড়তি পাওনা হিসেবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় পেয়েছেন আর্থিক শাস্তি। অবশ্য কেবল তারাই নয়, ম্যাচজয়ী লখনৌও একই জরিমানার অধীনে পড়েছে। ¯েøা ওভার রেটের কারণে স্বাগতিক অধিনায়ক লোকেশ রাহুলকেও জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। অর্থাৎ নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় একই ম্যাচের দুই অধিনায়কই জরিমানা গুনলেন।
লখনৌর একানা স্টেডিয়ামে স্বাগতিকরা চেন্নাইয়ের বিপক্ষে ব্যাপক দাপট দেখিয়ে জিতেছে। শুরুতে ব্যাট করে মুস্তাফিজুর রহমানের চেন্নাই ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে। রান তাড়ায় ব্যাট করতে নেমে লখনৌ ১৯ ওভারে মাত্র দু’টি উইকেট হারিয়ে ম্যাচটি জিতে নেয়। অধিনায়ক রাহুল দারুণ ব্যাটিংয়ে দলকে সামনে থেকে জয় উপহার দিয়েছেন। সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন রাহুল।
তবে ঘরের মাঠে জয় পেলেও, ¯েøা ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়তে হচ্ছে এই লখনৌ অধিনায়ককে। আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করেছে লখনৌ ও চেন্নাই উভয় শিবিরই। এক্ষেত্রে দলগত অপরাধের শাস্তি পেতে হয় দুই অধিনায়ক রাহুল ও গায়কোয়াড়কে।

আরও খবর

🔝