gramerkagoj
শনিবার ● ৪ মে ২০২৪ ২০ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অ্যাথলেটিক ট্র্যাকে রানিং করলেন ক্রিকেটাররা
প্রকাশ : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৭:২৫:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-20_6623c3a36fab6.jpg

শনিবার যে ৩৪ জন জাতীয় পর্যায়ের ক্রিকেটার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে রানিং করলেন, তাদের মধ্যে মাত্র দু’জন এই স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা আছে। একজন মাহমুদউল্লাহ রিয়াদ, অপরজন মুশফিকুর রহিম।
২০০৪ সালে বিসিবির উদ্যোগে আয়োজিত কর্পোরেট টি-২০ টুর্নামেন্টে তখনকার দেশি ও বিদেশী সব নামী তারকাদের সঙ্গে অংশ নিয়েছিলেন ১৮ বছরের রিয়াদ। মুশফিকুর রহিম ২০০৪ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্যাট আর উইকেট কিপিং গøাভস হাতে নেমেছিলেন। সেটা ছিল বিকেএসপির অনূর্ধ্ব-১৭ দলের হয়ে বয়সভিত্তিক আসরে।
এর বাইরে আজ যে ৩২ ক্রিকেটার বঙ্গবন্ধু স্টেডিয়ামের রানিং ট্র্যাকে দৌড়ালেন, তারা কেউ কখনও এখানে ম্যাচ খেলেননি। মুশফিক ও মাহমুদউল্লাহ ছাড়া মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহানসহ বাকিদের তখন গড়পড়তা বয়স পাঁচ থেকে ১০।

আরও খবর

🔝