gramerkagoj
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪ ১৮ বৈশাখ ১৪৩১
gramerkagoj
পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদকে এগিয়ে নিতে হবে: এমপি নাবিল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০৯:৩১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-18_66213d1decaea.jpg

যশোর-৩ সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ বলেছেন, বাংলাদেশ যেসব সূচকে উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে তার অন্যতম হচ্ছে প্রাণিসম্পদের উন্নতি। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে হলে প্রাণিসম্পদকে এগিয়ে নিতে হবে। সরকার এই খাতের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। একের পর এক প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। যশোরাঞ্চল প্রাণিসম্পদে কোনো দিক থেকে পিছিয়ে নেই। এখান থেকে সারাদেশে অনেক কিছু সরববরাহ হয়ে থাকে।
বৃহস্পতিবার যশোর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদি হাসান মিন্টু ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। মুখ্য আলোচকের বক্তৃতা করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক। স্বাগত বক্তৃতা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন। এ সময় বক্তৃতা করেন খামারি জয়নাল আবেদিন।
উদ্বোধনের পর এমপি কাজী নাবিল আহমেদ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আরও খবর

🔝