gramerkagoj
বুধবার ● ১ মে ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে পাওনা টাকা চাওয়ায় হামলা
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০৮:৩০:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-04-17_661fdd2e8b4d5.jpeg

যশোরে পাওনা টাকা চাওয়ায় এক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি দিয়েছেন সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের ওলিয়ার রহমান নামের একজন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, পাওনা টাকা নিয়ে ওই এলাকার আব্দুর রাজ্জাক, দুলু, সিরাজ ও রাসেলের সাথে দ্বন্দ্ব চলছিলো ওলিয়ারের। এ নিয়ে এলাকায় সালিশও হয়। এরপর থেকেই আব্দুর রাজ্জাক গং আরও ভয়ানক হয়ে উঠে। ইতিমধ্যে তারা ওলিয়ার ও তার পরিবারকে খুন জখমের হুমকি দিতে থাকেন। তারই জেরে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৮টায় আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অন্যরা ওলিয়ারের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালান। এসময় ওলিয়ার দৌড়ে ফুলবাড়ি বাজারের একটি সেলুনের মধ্যে ঢুকে যান। হামলাকারীরা সেখানে তাকে মারপিট ও অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেন। তারা ওলিয়ারের কাছ থেকে সোনার গহনা ও নগদ ২৩ হাজার টাকা ছিনিয়ে নেন।
স্থানীয়রা ওলিয়ারকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর রাত ১১টার পর আব্দুর রাজ্জাক গং ওলিয়ারের বাড়িতে হামলা চালায়। তারা ওলিয়ারের মাসহ পরিবারের অন্য সদস্যদেরকে নানা ধরনের হুমকি দেন। পরে ওলিয়ার সুস্থ হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

আরও খবর

🔝