gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মণিরামপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০১:৫২:০০ পিএম , আপডেট : সোমবার, ২৯ এপ্রিল , ২০২৪, ০৩:১৯:৩৬ পিএম
রোহিতা মণিরামপুর প্রতিনিধি:
GK_2024-04-17_661f80062d7c6.JPG

যশোরের মণিরামপুর উপজেলা এড়েন্দা রাজবাড়িয়া গ্রামে সাপের কামড়ে সাকিব হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সাকিব হোসেন উপজেলার এড়েন্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

রোহিতা ইউনিয়ন পরিষদের এড়েন্দা রাজবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আমিন উদ্দিন জানান,সাকিব সম্পর্কে আমার ভাইপো। সে বাবার একমাত্র ছেলে।

স্থানীয় জাহিদ হোসেন জানান, সন্ধ্যায় নিজ বাড়ির সামনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সাকিব হোসেন। পাশেই ইঁদুরের ছোটাছুটি দেখতে পায়। একপর্যায়ে ইঁদুর ধরতে গর্তে হাত ঢুকিয়ে দেয় সাকিব। এসময় একটি বিষধর সাপ সাকিবের হাতের আঙুলে কামড় দেয়। তার চিৎকারে স্বজনরা তাকে এসে উদ্ধার করে যশোর মেডিকেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে হস্তান্তর করেন। রাত সাড়ে ১০টার দিকে খুলনায় নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়।

খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, ‘সাপের কামড়ে যুবকের মৃত্যুর বিষয়টি আমি ফোনের ফোনের মাধ্যমে শুনেছি।

আরও খবর

🔝