gramerkagoj
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০২৪ ১৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে হিরক জয়ন্তী উৎসব
প্রকাশ : বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ১২:০৪:০০ পিএম
জাহাঙ্গীর হোসেন, বারবাজার (ঝিনাইদহ):
GK_2024-04-17_661f66d8d73f6.JPG

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ে পুনর্মিলনী
ও হিরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল ) সকাল ৮ থেকে দিনব্যাপী এ উৎসব চলে।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে হিরক জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। পূর্ণমিলনী কমিটির আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহ
জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ রওশন আলী।
বিশেষে অতিথি ছিলেন বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাহাবুবুর রহমান রঞ্জু, হাট বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রীরা দিনব্যাপী তাদের স্কুল জীবনের স্মৃতিচারণ করেন। সন্ধ্যা ৬ টায় সম্মানিত অতিথিবৃন্দের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর সন্ধ্যা ৭ টায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও খবর

🔝